Student top 3 earning apps whith out invest

বেকার ছাত্র ছাত্রী দের টাকা রোজগারে তিনটি বেস্ট app


আমারা সকলেই পয়সা রোজগার করতে চাই। কিন্তু আমরা সবাই রোজগার করার মত টাইম পাইনা।
আমি বলবো এমন কিছু এপ, যাদের মাধ্যমে প্রতেক দিন এক ঘন্টা যদি তুমি টাইম দাও, তাহলে আপনি মাসে দশ থেকে পনের হাজার টাকা কামাই করতে পারবে। যারা student রয়েছে তাদের হাত খরচের জন্য এই app ব্যবহার করে পয়সা উপার্জন করতে পারে।

1.  Khabary app

এই এপ টি অসাধারন খবর তৈরি করে। আপনার য়দি গলার স্বর ভালো এবং যেকোনো ভাসায় ভালো কথা বলতে পারেন তাহলে আপনি খবর তৈরি করে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন।
এই এপ টিতে সুধু মাত্র ওডিও বা mp3 ফরমেট আপলোড করা যায়।

2. Meesho app

মেসো এপ সাধারন ভাবে যাদের Facebook page বা whatsapp te বড় গ্রুপ রয়েছে তাদের জন্য এই এপ টি খুব কাজের হতেপারে। এই app টি প্রোডাক্ট সেলের উপর পয়সা উপার্জন করতে পারবে। যেমন যেকোনো প্রোডাক্ট তার নির্ধারণ MRP রয়েছে। ওই প্রোডাক্ট টি ক্লিক করে আপনার প্রোফাইলে এড করে আলাদা ভাবে পয়সা জোগ করতে হবে ( যেমন কোন প্রোডাক্ট এর মুল্য 100 টাকা তাহলে আপনি 120 করে সেল করতে পারেন ) 100 টাকা কোম্পানি নেবে এবং 20 টাকা আপনার প্রোফাইলে এড হবে। এই টাকা আপনি পরে paytm বা bank account এ নিতে পারেন।
সব চেয়ে বড় কাজ করতে হবে, আ


3.Tik tok app

এই এপ টি 30 থেকে 1 মিনিটের ভিডিও বানিয়ে যদি এই এপ টি তে আপলোড করা হয়,তাহলে আপনি মাসে 2 থেকে পাঁচ হাজার টাকা কামাই করতে পারেন।
এটা নিজের ভিডিও হতে হবে।

এই তিনটি app সমন্ধে জানতে চাইলে youtube তে সার্চ মারবেন তাহলে আপনি ফুল সাহায্য পাবেন।

ভালো লাগলো ফলো করুন 
Previous
Next Post »