Article 370 and article A35 কি কারণে লাগু হয়ে ছিলো

Article 370 and article A35 : বর্তমান ভারতে চলছে Article 370 and article A35 সংবাদ ভায়রাল। আসলে Article 370 এবং article A35 কি, কিসের জন্য লাগু হল, কেন তুলে দিলো Kashmir থেকে Article 370 এবং article A37

 Article 370 and article A35 কিসের জন্য হলো?
Modi stop articles 370/ A35

ভারত যখন স্বাধীন হয়েছিলো ভারতে ছোট বড় 550 জন মতো রাজা ছিলো। ব্রিটিশ সরকার বলেছিলো ভারত ও পাকিস্তান চাইলে যেকোনো দেশের সঙ্গে যুক্ত হতে পারে। এতে দেখা গিয়েছে ভারতের সাথে প্রায় সবাই যুক্ত হতে চায়, কিন্তু হায়দরাবাদ  নিজাম তিনি এই প্রত্যাবে রাজী ছিলোনা তাই ওখানকার মানুষ নিজামের বিরুদ্ধে প্রতিবাদ করে। ভারত তখন সৈন্য পাঠিয়ে হায়দরাবাদ কে ভারতের সাথে যুক্ত করে।

আমরা অন্যদিকে যদি দেখি Kashmir একটি স্বাধীন দেশে ছিলো। এর দেশে রাজা হরি সিংহ চেয়ে ছিলো এই Kashmir দেশ টি স্বাধীন থাকবে। ভারত তাই কোনো প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করেনি। পাকিস্তানের সড়জন্ত্রে Kashmir কে নিজের করতে চায়। Kashmir রাজা হরি সিংহ তখন ভারতের সরনাপর্ন হয় সাহায্য জন্য। ভারত তাই নিজেদের সঙ্গে যুক্ত করার জন্য কিছু সর্ত দেয় এবং Kashmir সুরক্ষার জন্য সবকিছু ব্যবস্থা ভারত করবে।

সেই সময় জনপ্রিয় নেতা সেখ আবদুল্লা কে প্রধানমন্ত্রী করে হরি সিংহ ভারতের সাথে গন প্রজাতন্ত্র দেশ হিসেবে Kashmir কে অন্তর্ভুক্ত করে। এখানে রাজা হরি সিংহ কাছে রাজ্য হিসেবে কিছু ক্ষমতা অর্জন করে। ভারতের সংবিধান খসড়া তৈরি করার সময় সেখ আবদুল্লা Kashmir কে বিশেষ ক্ষমতা দেয় ভারত। এই বিশেষ ক্ষমতা হল Article 370 এবং  A35। এই বিশেষ সুবিধে আরো অনেক রাজ্যে লাগে আছে। গত 72 বছর ধরে এক ভাবে চলে আসছে।

Article 370 and article A35 আসলে কি ?

  • Article 370 এবং Article A35 অনুজাই ভারতের মধ্যে থেকেও ভারতের বাইরে ভাবতো Kashmir। 
  • ভারতের আইন শৃংখলা সম্পূর্ণ মানতেনা কিন্তু Kashmir আইন অনুসারে চলতো। 
  • Kashmir রে মেয়েদের সরিয়া আইন অনুসারে চলতে হত। 
  • কাশ্মীরের মেয়েরা অন্য কোথাও বিয়ে করতে পারতোনা। 
  • Kashmir তে আলাদাভাবে পতাকা ছিলো।
  • ভারতের বাসিন্দা Kashmir গিয়ে কোন জায়গা কিনার অনুমতি ছিলনা। স্থায়ী ভাবে বসবাস করতে দেওয়া হতোনা। 
আর পড়ুন Ranu Mandal Viral

Article 370 / A35 চলা কালীন ভারতের অবদান ?

  • ভারতের অন্য রাজ্যের চেয়ে Kashmir সবথেকে বেশি অনুদান পায়। 
  • আপনি কাশ্মীর তে একটুকরো জমি কিনতে পারবেনা কিন্তু কাশ্মীরে রাজস্ব টাকা জা হয় তার 75% অনুদান হিসাবে ভারত থেকে দেওয়া হয়। 
  • গত  15 বছরেদুই লক্ষ পঁচাত্তর লক্ষ্য কটি টাকা অনুদান দিয়েছে ভারত। 
  • ভারতে প্রতি লোকের পিছু খরচ করেছে প্রতি দুই বছরে 8,227 টাকা। কাশ্মীরে প্রতি লোকের পিছু খরচ করেছে ভারত 27,255 টাকা (2018-2019) অনুসারে । 
  • ভারতের সাধারন মানুষের চেয়ে কাশ্মীরে মানুষের বেশি অনুদান দিচ্ছে কেন্দ্রীয় সরকার।   

আর পড়ুন Redme k20 reviw


Previous
Next Post »