What causes chandrayaan 2 to fail | চন্দ্রয়ান 2 ফেল হল কেন?

What causes chandrayaan 2 to fail - আপনি কি জানেন What causes chandrayaan 2 to fail বা চন্দ্রয়ান 2 ফেল হল কেন?  চলুন বিস্তারিত জানি chanrayaan 2  ফেলের কারন।

What causes chandrayaan 2 to fail 
chandrayaan 2 landing photo live, Why did not land chandrayaan 2 photo
Why did not land chandrayaan 2

chandrayaan 2 গত 7/9/2019 তারিখে সফট ল্যান্ড হওয়ার কথা ছিল রাত 1:55 টার সময় কিন্তু অবতরণ হতে প্রায় দুই কিলোমিটার দুরে সংযোগ বিচ্ছিন্ন হয়। এই বিচ্ছিন্ন হবার পরেও সংযোগ হয় বলে chandrayaan 2 অধিকর্তা ISRO কাছ থেকে জানা গিয়েছে। chandrayaan 2 তার কিছুক্ষন পর আবার  সংয়োগ বিচ্ছিন্ন হয়েজায় এবং chandrayaan 2 ডেটা পাঠাতে পারেনি। chandrayaan 2 তথা ISRO এখনো পর্যন্ত অক্লান্ত চেস্টা চালাচ্ছে য়াতে chandrayaan 2 সঙ্গে সম্পর্ক করার জন্য। সম্পুর্ন রুপে এখনো chandrayaan 2 যে ব্যর্থ বলা সম্ভব নয়। এখন ISRO কিন্তু chandrayaan 2 আসা ছাড়তে রাজি নয়, তাই সবরকম সাহায্য নিচ্ছে ISRO

chandrayaan 2 ফেল হল কেন বা কারন কি ?

  1. chandrayaan 2 নতুন প্রযুক্তি দিয়ে তৈরি, এই প্রযুক্তি আগে ব্যাবহা হয়নি। 
  2. প্রযুক্তি দিক দিয়ে অনেক অবহেলা করেছে chandrayaan 2 যে কোম্পানি তৈরি করেছিল। 
  3. অতিরিক্ত কম টাকার ব্যাজেটের জন্য অনেক ট্রুটি রাখা হয়েছিল। 
  4. chandrayaan 2 এর নামানোর প্রসেস সম্পূর্ণ নতুন ছিল
  5. chandrayaan 2 চাঁদে নামানো স্পীড কনট্রোল করতে পারেনি। 
  6. চাঁদের যে ডাইরেক্টসানে অবতরণ করেছিলো সেখানে আগে কোনদিন  অবতরণ করেনি।
আনুমানিক ভাবে chandrayaan 2 ব্যার্থতার কারন বর্ননা করা হয়েছে। আমার মতে এই চন্দ্রয়ান 2 অনুভব প্রকাশ করলাম। আপনাদের মতে কি হতেপারে অবশ্য কমেন্ট বক্সে chandrayaan 2 ব্যার্থর কারন লিখতে পার। 
ভালো লাগলো share করো
Previous
Next Post »