Mumbai : আপনারা কি অন্য রাজ্যে আটকে আছেন, তাহলে আপনারা অনলাইনে বাড়ি যাওয়ার জন্য আবেদন করতে পারেন।
আপনারা নিশ্চয় জানেন করুণা ভাইরাসের জন্য প্রায় সব রাজ্যে পুরোপুরি লকডাউন চলছে। গত 29 তারিখ ভারত সরকার দ্বারা জারি করা হয়েছে, যারা বাইরে রয়েছে তাদের বাড়ি ফেরার জন্য সব রাজ্যকে নির্দেশ দিয়েছে মোদি সরকার। তাই আপনারা বাড়ি ফেরানোর জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদন করার কারণ? কোন রাজ্যে কত মানুষ রয়েছে তার নির্দিষ্ট ডকুমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই। তাই সরকারের নির্দিষ্ট ডকুমেন্ট না থাকার কারনে কিছু সংস্থা তাদের উদ্যোগে এই অনলাইন প্রসেসটি চালু করেছে। আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তার সম্পূর্ণ ডাটা যাবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। তাই আপনারা আবেদন করতে পারবেন নিচে একটা লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে। আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন করার নিয়ম
- এই আবেদনটি ইংরেজি কিংবা বাংলায় লিখে পাঠাতে পারেন।
- লিংকটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পেজে পৌঁছে দেবে।
- এই পেজে আপনাকে যেগুলো ভরতে হবে প্রথমে আপনার নাম দিতে হবে।
- আপনি কোন শহরে আছেন তার পুরোপুরি ঠিকানা দিব।
- এই ঠিকানার মধ্যে আপনাকে বর্তমান যে শহরে আছেন। তার পিনকোড। ওই এলাকার সম্পূর্ণ তথ্য একে একে লিখতে হবে।
- আপনার বাড়ি কোথায়? কোন জায়গায় যেতে চাইছেন। পুরোপুরি ডিটেলস দিতে হবে। অর্থাৎ আপনি কোন রাজ্যে ফিরতে চাইছেন? ওই এলাকার সম্পূর্ণ ডকুমেন্ট যেমনটি আছে সেই ঠিকানা দিতে হবে। যেমন যদি আপনার পূর্ব মেদিনীপুরে বাড়ি তাহলে আপনার গ্রামের নাম, পোস্ট, থানা, আপনার জেলার নাম এবং পিনকোড অবশ্য দিতে হবে।
এই নিচে ব্লু লিখাতে ক্লিক করে আবেদন করুন
👉 এখানে আবেদন করুন 👈
ConversionConversion EmoticonEmoticon