Aikyashree Scholarship অনলাইন আবেদন, স্ট্যাটাস, লাস্ট আপডেট

 খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ঐক্যশ্রী স্কলার্শিপ 2021-22 বা Aikyashree Scholarship online আবেদন কিভাবে করবেন। আজকে আমরা জানবো "ঐক্যশ্রী স্কলার্শিপ অনলাইন আবেদন" স্ট্যাটাস, লাস্ট আপডেট, সমস্ত রকম তথ্য।

Aikyashree Scholarship online apply

ঐক্যশ্রী স্কলার্শিপ কি?

যে প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় বা get a minority fund ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য আর্থিক সহযোগিতা করতে যে প্রকল্পটি চালু করা হয়েছে তার নাম ঐক্যশ্রী স্কলার্শিপ বলে বা the amount of Aikyashree scholarship। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা  প্রতিবছর 33,000 টাকা পর্যন্ত পড়াশোনা বাবদ দিতে পারে সরকার।

ঐক্যশ্রী স্কলারশিপ কারা পাবে?

 যদি আপনারা পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হয়ে থাক এবং আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একজন তাহলে আপনি পেতে পারেন এই প্রকল্পের লাভ। মুসলিম, আদিবাসী, খ্রিস্টান, বৌদ্ধ, সিক এইসব সম্প্রদায়ের ঘরের পড়ুয়ারা স্কলারশিপ পেতে পারে।

ঐক্যশ্রী স্কলার্শিপ আবেদনকারীর কি থাকা দরকার?

ঐক্যশ্রী প্রকল্পে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে এইসব গুরুত্বপূর্ণ নথি পত্র গুলী  অবশ্যই প্রয়োজন হবে। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই নির্দেশগুলি ফলো করে ঐক্যশ্রী প্রকল্প আবেদন করতে পারবেন।

  1. আবেদনকারীর ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. প্রথম শ্রেণী বাদ দিয়ে আপনাকে কমপক্ষে 50% নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  3. একজন শিক্ষার্থী একবারই আবেদন করতে পারবে এই প্রকল্পয়।
  4.  যদি আপনি আপনার এলাকার বাইরে শিক্ষা অর্জনের জন্য পড়াশোনা করছেন তাহলে আপনি এই প্রকল্পে স্কলার্শিপ পাবেন না।
  5. একটা মোবাইল নাম্বারে একবারই আবেদন করা যাবে, যদি আপনি প্রি-মেট্রিক স্কলারশিপে আবেদন করছেন তাহলে একটি নাম্বার থেকে দুটো আবেদন গ্রহণ করা হবে।
  6. যদি আপনারা অনলাইন আবেদন করে ফেলেছেন তাহলে ঐক্যশ্রী প্রকল্প অনলাইন আবেদন করা প্রিন্ট আউট এর সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট পাস বই জেরক্স এবং আপনার পরিবারের বার্ষিক আয় ইনকাম সার্টিফিকেট এর সঙ্গে আপনার স্থানীয় স্কুলে জমা দিতে হইবে। ইনকাম সার্টিফিকেট বা বার্ষিক ইনকাম সার্টিফিকেট আপনি আপনার স্থানীয় অঞ্চল অফিসে পেয়ে যাবেন।

ঐক্যশ্রী অনলাইন আবেদনের পদ্ধতি?

বর্তমানআমরা সবাই স্মার্ট ফোন ব্যবহার করি। চাইলেই আমরা এই ঐক্যশ্রী প্রকল্প অনলাইন ফর্ম ফিলাপ করতে পারি। চলুন দেখে নেওয়া যাক অনলাইন মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে আপনারা ঐক্যশ্রী স্কলার্শিপ ফরম ফিলাপ কিভাবে করবেন বা How do I apply Aikyashree?

 • প্রথমে আপনারা মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে যেকোন ব্রাউজারে টাইপ করবেন https://wbmdfcscholarship.gov.in এই ওয়েবসাইটের লিংক বা আপনারা এখানে ক্লিক করে যেতে পারেন। যদি এই লিংকে ক্লিক করে যান তাহলে এর  ঐক্যশ্রী স্কলার্শিপ অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবার পর ওপড়ে দেখতে পারেন NEW REGISTRATION অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। আপনার আপনার সামনে একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে।

•  উইন্ডোটি পুরোপুরি ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে একটি পপ-আপ মেসেজ আসবে যেখানে কিছুদূর জরুরী তথ্য দিয়ে রেখেছে, আপনারা পড়ে নিতে পারেন। নিচে PROCEED অপশনে ক্লিক করবেন। 

• এখানে এসে দেখতে পাবেন STUDENT REGISTRATION সমস্ত রকম ঐক্যশ্রী প্রকল্প ফর্ম এর তথ্য দেখতে পাবেন। কোথায় কিভাবে তথ্য দিবেন দেখে নিন।

  1. আপনার অল্টারনেটিভ ওয়েস্টবেঙ্গল থাকবে এখানে কিন্তু রাজ্যটি চেঞ্জ করা যাবে না যেহেতু এটা পশ্চিমবঙ্গের প্রকল্প।
  2. আপনার জেলা বেছে নেবেন।
  3. তারপরে অপশনটি  দেখবেন আপনি যদি গ্রামে বাস করেন তাহলে ব্লক অপশনে ক্লিক করবেন  না হলে মুন্সিপার্টি  অপশনটিতে ক্লিক করবেন।
  4. ছাত্র কিংবা ছাত্রীর  ফাস্ট নাম মিড নাম  এবং লাস্ট  নাম  বসাবেন  যদি মিড নাম না থাকে তাহলে ছেড়েই দিতে পারেন। শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম টা বসাবেন।
  5. বাবার নাম লিখে জেন্ডার টি বেছে নিবেন
  6. সাইডে মায়ের নাম দিবেন।
  7. জেন্ডার এবং আপনার কোন ধর্ম এরো চিহ্ন তে ক্লিক করে বেছে নেবেন।
  8. জন্মতারিখ এবং তার সাইডে মোবাইল নাম্বারটি যোগ করবেন
  9. সেভিং অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং ঘুরে তার পাশে আরেকবার দেবেন।
  10. তার নিচে ব্যাঙ্ক আইএফএসসি কোড যোগ করবেন।
  11. টেক্সট ক্যাপচাটি পূরণ করেসাবমিট প্রসিড এ ক্লিক করবেন।

এটা হল সম্পূরণ এর প্রথম ধাপ।

• শিক্ষা প্রতিষ্ঠান জেলার নাম কি, যদি গ্রামের দিকে হয় ব্লক এ ক্লিক করবেন এবং যদি শহরে হয় পরের অপশনটিতে ক্লিক করুন, বর্তমান কোন শ্রেণীতে পড়ছেন, শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার নাম, শেষ পরীক্ষা দেওয়ার বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম, শেষ চেয়ে পরীক্ষা দিয়েছেন তাতে আপনি কত পারসেন্ট নাম্বার পেয়েছেন, পরিবারের বছরে আয় কত এবং ইমেইল আইডি নিম্নলিখিত যতগুলি অপশনগুলো রয়েছে সবগুলোই পূরণ করে দিয়ে সাবমিট এন্ড প্রসিড এ ক্লিক করবেন। সামনে আবার একটি উইন্ডো ওপেন হয়ে যাবে।

• এখানে এসে দেখতে পাবেন আপনি যতগুলো ডকুমেন্ট বা নথি পত্র গুলো যদি ঠিকঠাকভাবে দিয়েছেন তাহলে রেজিস্ট্রেশন সাকসেসফুল লিখাটি চলে আসবে এবং আপনি লগইন অপশনে ক্লিক করবেন।

• Login অপশনে ক্লিক করলে দেখতে পাবে আপনার সামনে ইউজারনেম এবং পাসওয়ার্ড চাইবে। আপনি ইউজারনেম এর জায়গায় আপনার মোবাইল নাম্বারটি  বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটি  আপনি যে ইমেইল আইডি টা দিয়েছেন ওই ইমেইল আইডির SPAM ইনবক্সে পাসওয়ার্ডটি রয়েছে আপনি চেক করে ওখান থেকে পাসওয়ার্ডটি নিয়ে পাসওয়ার্ড এর জায়গায় বসাবেন। তার নিচে টেক্সট ক্যাপচাটি ফাঁকা ঘরে বসিযে LOGIN করবেন।

• আপনার সামনে আপনার সমস্ত নথি পত্র এইচডি ওপেন হয়ে যাবে। আপনি যেসব নথিপত্রগুলো ফিলাপ করেছেন যদি মনে হয় আপনার কিছু ভুল আছে তাহলে এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন। তাছাড়া আপনি ঐক্যশ্রী স্কলার্শিপ 2021 status দেখার জন্য এই পয়েন্ট এবং track my Aikyashree scholarship করতে এর উপরের পয়েন্ট ফলো করলে আপনি সহজেই স্ট্যাটাস দেখতে পারবেন। বর্তমানআপনি যে এপ্লিকেশন করেছেন তার পরিস্থিতি এপ্রুভ হয়েছে কিনা বা নথিপত্র ঠিকঠাক আছে কিনা এখান থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন।  

আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্যশ্রী স্কলার্শিপ 2021-22 আবেদন পদ্ধতি বা ঐক্যশ্রী প্রকল্প অনলাইন আবেদন কিভাবে করবেন। তাছাড়া আমি অনেকগুলো ইমেজে রেখেছি সবগুলো আপনারা ইমেজ দেখে দেখেই আপনারা ফরমগুলো ফিলাপ করতে পারবেন। ঐক্যশ্রী স্কলার্শিপ 2021-22 আরো নতুন নতুন প্রকল্প সম্বন্ধে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।



Previous
Next Post »