Samarthan Prakalpa form | পরিযায়ী শ্রমিক কত টাকা, কিভাবে,কবে পাবে

 আপনি কি জানেন Samarthan Prakalpa form  মাধ্যমে বা পরিযায়ী শ্রমিক ফর্ম এ পেতে চলেছে 50000 হাজার টাকা।আজকে আমরা জানবো "সমর্থন প্রকল্প ফরম"কোথায় পাবে কিভাবে পূরণ করবে, সমস্ত তথ্য এই আর্টিকেলের মাধ্যমে বলবো।

 আপনি নিশ্চয়ই জানেন 2019 সালে ডিসেম্বর মাসে মহামারীশুরু হয়। সেই সময় অনেক পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে আটকে ছিল এবং বাড়ি ফেরার জন্য কোন ব্যবস্থায় ছিল না। এই পরিযায়ী শ্রমিকরা যখন বাড়ি ফিরছিল তারপর অনেক ছোটখাটো কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিক এখনো পর্যন্ত বাড়িতে আছে ঠিকঠাক ভাবে কাজকর্ম পাচ্ছে না। তাই বর্তমান সরকার এই প্রকল্পটি পুনরায় নিয়ে এসেছে যার নাম সমর্থন প্রকল্প। এর মাধ্যমে আপনার 50000 টাকা, নিজের কোন ব্যবসা বা ছোটখাটো দোকান বানিয়ে রোজগার করতে পারেন পরিযায়ী শ্রমিকরা।

Samarthan Prakalpa form

সমর্থন প্রকল্প কি?

পরিযায়ী শ্রমিকরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় বা স্বনির্ভর হওয়ার জন্য যে প্রকল্পটি চালু করেছে তার নাম সমর্থন প্রকল্প। poryayi sramik form এই প্রকল্পের মাধ্যমে আপনারা পাবেন 50000 টাকা যে কোন দোকান বা ব্যবসা করার জন্য।

সমর্থন প্রকল্পের লাভ কারা পাবে?

 সমর্থন প্রকল্প সাধারণত যেসব ব্যক্তি অন্য রাজ্যে গিয়ে কোনো না কোনো কাজের মধ্যে লিপ্ত ছিল এবং ডিসেম্বর 2019সে শুরু হওয়া মহামারীর কারণে কর্মহীন ব্যক্তিদের বা পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের লাভ পাবে।

সমর্থন প্রকল্প নথিপত্র কি লাগবে?

এই প্রকল্পটি যখন নতুন শুরু হয়েছিল 2016 সালে। সেই মুহূর্তে সাধারণ মানুষেরা যখন ফরমটি পূরণ করেছিলেন সেরকম ডকুমেন্টস কিছু দরকার ছিল না। বর্তমান এই প্রকল্পে আবেদনকারীদের অনেক কিছু ডকুমেন্ট বা নথিপত্রগুলো লাগবে। দেখে নিন নিম্নলিখিত ডকুমেন্ট বা নথিপত্র প্রয়োজন রয়েছে কিনা।

আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাস বই জেরক্স যেখানে আপনি কাজ করতেন তার ঠিকানা ডকুমেন্ট আপনি যদি গিয়েছেন এবং যবে ফিরেছেন যদি ট্রেনে করে এসেছেন এবং গিয়েছেন দুটো টিকিট এর অরিজিনাল কপি  আপনার পাশে থাকা মোবাইল নাম্বার এইসব ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে এই ফর্মটির সঙ্গে। 

সমর্থন প্রকল্পের ফরম পূরণের পদ্ধতি?

  1. আবেদনকারীর নাম, 
  2. বাবার নাম
  3.  বর্তমান যেখানে আছি তার সম্পূর্ণ ঠিকানা।
  4. ভোটার কার্ড 
  5. আধার কার্ড নাম্বার ( একটি করে জেরক্স কপি অ্যাটাচ করবেন)
  6. আবেদনকারীর মোবাইল নাম্বার লাগবে।
  7. আপনি পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছেন তার তারিখ
  8.  কোন রাজ্যে গিয়েছেন
  9.  আপনি কিসের মাধ্যমে গিয়েছেন
  10.  যদি আপনি ট্রেনের মাধ্যমে গিয়ে থাকেন তাহলে PNR নাম্বার সহ অরিজিনাল টিকিট অ্যাটাচ করাতে হবে এই ফরমের সঙ্গে।
  11. যে রাজ্যে আপনি কাজ করছেন সেই মালিকের নাম
  12.  ওই রাজ্যে আপনি কি কাজ করতেন
  13. যেখানে কাজ করেন সেখানকার সম্পূর্ণ ঠিকানা পিন কোড সহ দিবেন।
  14. আপনি অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কবে এসেছেন ওই তারিখটি বসাবেন
  15. কিসের মাধ্যমে ট্রাভেল করেছেন সম্পূর্ণ ডিটেইলস ফিলাপ করবেন।
  16. যদি আপনি ট্রেনে তে ফেলেছেন তাহলে ট্রেনের টিকিট সহ  পিএনআর নাম্বার দিয়ে ওই টিকিটের অরিজিনাল কপিটি এটাচ করে দেবে।
  17. আপনি যে ফিরে এসেছেন তার কারণ সংক্ষিপ্ত আকারে এই জায়গাটা লিখতে পারে।
  18. আপনি কত টাকার জন্য আবেদন করেছেন সেটা এখানে টাকার পরিমান দিয়ে দিবেন।
  19.  প্রথমে ব্যাংক একাউন্ট নাম্বারটি লিখবেন এবং প্রথম পাতাতেই জেরক্স করে এক ফরমের সঙ্গে অ্যাটাচ করে দেবেন।
  20. ব্যাংকের নামটি দিবেন।
  21. আপনার কথায় ব্যাংকের ব্রাঞ্চ টি রয়েছে তার নাম দেবে।
  22. ব্যাঙ্ক আইএফসি কোড দিতে ভুলবেন না।

সবকিছু পূরণ করার পর নিচে এসে জায়গাটা নাম দেবেন এবং কবে জমার করছেন তার তারিখ দেবেন এবং তার সাইটে আপনার সিগনেচার বাক টিপসই দিতে পারেন।

সবথেকে নিচের অংশটি যে ফাঁকা জায়গা গুলো রয়েছে সেখানে কিন্তু আপনার অঞ্চল প্রধান এর সিগনেচার লাগবে সিল সহ।

এইভাবে আপনারা সমর্থন প্রকল্পের ফরম ফিলাপ বা পরিযায়ী শ্রমিক ফর্ম পুরণ করতে পারবেন। আপনার যদি Samarthan Prakalpa form বা poryayi sramik form ভরতে অসুবিধা হয় 

👉Poryayi sramik form download PDF 👈



Previous
Next Post »