যুবশ্রী প্রকল্প নাম নথিভুক্ত করলে 1 লক্ষ টাকা | yuvashree prakalpa | employment bank online apply

 আপনি কি যুবশ্রী প্রকল্প নাম নথিভুক্ত করে রেখেছেন বা yuvashree prakalpa online apply করলেই পেয়ে যাবে 1 লাখ টাকা। আজকে আমরা আলোচনা করব "yuvashree prakalpa" কি, কিভাবে টাকা পাবেন, আবেদনের জন্য কি ডকুমেন্ট লাগবে, কোথায় আবেদন করবেন সম্পূর্ণ তথ্য জানবে।

পশ্চিমবঙ্গের অনেক যুবক-যুবতী রয়েছে যারা পড়াশোনা করে বসে আছে চাকরির আশায়। পশ্চিমবঙ্গ সরকার যুবশ্রী প্রকল্প নামে একটি স্ক্রিম বের করেছে যার মাধ্যমে যুবক-যুবতীরা আবেদন করলেই এক লক্ষ টাকা পেতে পারে। এই যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য yuvashree prakalpa arpan নতুননির্দেশিকা চালু করল পশ্চিমবঙ্গ সরকার। নির্দেশিকা কি এবং কি কি পেতে পারে নিচে বিস্তারিত দেখতে পারেন।

yuvashree prakalpa arpan কি বা কাকে বলে? 


পশ্চিমবঙ্গ রাজ্যের তথ্যপ্রযুক্তি employment exchange থেকে তৈরি করা employment bank কর্মসংস্থানের জন্য 2013 সাল থেকে তৈরি হয় যুবশ্রী প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে কর্মসন্ধানী দের ভাতা প্রদান করা হয়, নিজেদের প্রতিভা গুলি ট্রেনিং করানো পর স-নিরভর করতে 1 লক্ষ টাকা করে দেয়া হবে।

yuvashree prakalpa employment bank


yuvashree prakalpa আবেদনের যোগ্যতা? 

যুবশ্রী প্রকল্পের আবেদন করার জন্য কয়েকটি যোগ্যতা থাকা দরকার, এই যোগ্যতা গুলি আপনার মধ্যে  থাকে তাহলে আপনি খুব সহজেই yuvashree prakalpa 2021 apply করতে পারবেন।

  • পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে।
  • যেকোনো কর্মসন্ধানী যুবক-যুবতী এই প্রকল্পের আবেদন করতে পারবে।
  • employment bank কর্মসন্ধান এর নাম নথিভুক্ত থাকতে হবে।
  • আবেদনকারীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স কমপক্ষে 18 থেকে 45 বছর পর্যন্ত যুবক-যুবতী আবেদন করতে পারবে।
  • আবেদনকারীর কোন প্রকার ব্যাংকে ঋণ থাকলে আবেদন করতে পারবে না

yuvashree prakalpa আবেদন পদ্ধতি?

  1. যুবশ্রী প্রকল্পে কয়টি প্রসেস হয়েছে  এগুলো ফলো করলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। নিম্নলিখিত পদ্ধতি গুলি বুঝে আবেদন করুন।
  2. employmentbank ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র 1,2 unemployment ডাউনলোড করে পূরণ করতে হবে।
  3.  আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, স্থানীয় অঞ্চল কিংবা মুন্সিপার্টি থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড সহ আবেদন করা ফরম পূরণ করে আপনার স্থানীয় SDO বা BDO অফিসে জমা দেবেন।
  4.  আবেদনকারীর সব কিছু তথ্য SDO বা বিডিও অফিসে জমা দেওয়ার পর আপনাকে একটি username এবং password দেয়া হবে।
  5. আপনার কিছু ভুল তথ্য দেওয়া আছে কিনা দেখার জন্য employmentbank অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে job seeker অপশনটিতে ক্লিক করে View / Update Profile গিয়ে ঠিক করতে পারবেন।

yuvashree prakalpa 1 লক্ষ টাকা পাবেন কি করে?

  • যেসব পরিবারগুলোতে বাৎসরিক আয় 8 লক্ষ টাকার কম তারা কিন্তু এর আওতায় আছেন।
  •  আবেদনকারী আইটিআই বা এইরকম শিক্ষার সঙ্গে যুক্ত হতে হবে।
  • ক্ষুদ্র থেকে মাঝারি সব রকম ব্যবসার সঙ্গে যুক্ত এখন  বস্ত্র দপ্তর এই ধরনের 50 হাজার যুবক যুবতীদের এক লক্ষ টাকা করে দেওয়া।
  • উৎপাদন, পরিষেবা, ব্যবসা, স্বনিযুক্ত যে কোন ক্ষেত্রে আপনাকে এইটা কাটি দেওয়া হবে।
  • স্বনির্ভর করার জন্য এই টাকা সুদ কিংবা পরিষদ করতে হবে না।
  • জামা কাপড়, ধূপকাঠি, এম্বুলেন্স, টোটো, অটো, যেকোনো স্বনির্ভর ব্যবসার জন্য এই টাকা ব্যবহার করতে পারেন।
  • নতুন কোন ব্যবসা যেটা কেউ শুনেনি বা জানেনা এমন নতুন ব্যবসা জন্য apply করতে পারেন। 
  • আবেদন কারিকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে 1 লক্ষ টাকা দেওয়া হবে। 

yuvashree prakalpa online apply 2021

এই প্রকল্পের অনলাইন আবেদন করতে পারবেন employmentbankwb ওয়েবসাইট থেকে। 

যেকোন ব্রাউজারে গিয়ে সার্চ করুন employmentbankwb

 প্রথম লিঙ্কে ক্লিক করুন।

নতুন উইন্ডো ওপেন হলে ডান দিকে নিচে job seeker ক্লিক করুন। 

New employment অপশন এ ক্লিক করুন। 

এই পেজে নিচের দিকে I have read এর পাশে থাকা বক্সে ক্লিক করে ACCEPT & CONTINUE তে ক্লিক করুন। 

নতুন পেজ তে ফ্রম ওপেন হলে যথাযথ ভাবে পূরণ করে দিন ডকুমেন্ট প্রয়োজন অনুজাই এবং নিচে Security Code, ফাঁকা বক্সে দিয়ে submit তে ক্লিক করুন। 

আপনার সামনে নতুন একটি উইডো তে সম্পূর্ণ তথ্য আসবে, যেসমস্ত তথ্য পুরন করেছেন এবং এই তথ্য প্রিন্ট আউট বের করার পর আপনারা যাবতীয় তথ্য একসঙ্গে Enrolmentbank তে জমা করুন। 

আশাকরি আপনি বুঝতে পেরেছেন যুবশ্রী প্রকল্প নাম নথিভুক্ত বা yuvashree prakalpa online apply করলেই পাবেন 1 লাখ টাকা। আমরা আটিকেল এর মাধ্যমে "yuvashree prakalpa" কি, কিভাবে টাকা পাবেন, আবেদনের জন্য কি ডকুমেন্ট লাগবে, কোথায় আবেদন করবেন সম্পূর্ণ তথ্য বুঝতে পারলে।সম্পুর্ন আর্টিকেল পড়ার জন্য ধন্যবাদ। 

Previous
Next Post »