বাংলা সহায়তা কেন্দ্র আবেদন | bangla sahayata kendra recruitment | bsk recruitment 2021

 আপনি কি বাংলা সহায়তা কেন্দ্র আবেদন চাকরির জন্য করতে চাই, আজকে আমরা জানবো "bangla sahayata kendra recruitment" এবং bangla sahayata kendra apply করার জন্য প্রয়োজনীয় তথ্য, রোজগার, কোন ওয়েবসাইটে অনলাইন আবেদন করবেন সমস্ত তথ্য এই আর্টিকেলের Form এর মধ্যে জানুন।

বর্তমান পশ্চিমবঙ্গের একটা চাকরি বা জব পেতে গেলে মানুষকে কতটা টাইম দিতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান ও স্থায়ী একটি চাকরির ভেকেন্সি খুলেছে যার নাম বাংলা সহায়তা কেন্দ্র। এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে আধার কার্ড থেকে শুরু করে যাবতীয় অনলাইনে কাজ করতে পারবেন। আপনার স্থানীয় ব্লক কিংবা বিডিও অফিসে এবং পোস্ট অফিসের এই সহায়তা কেন্দ্র গুলি স্থাপন করা হবে। এই সহায়তা কেন্দ্র করে পশ্চিমবঙ্গে অনেকগুলো ভ্যাকেন্সি খুলে দেওয়া হয়েছে, ইচ্ছুক আবেদনকারীরা অনলাইনে আবেদন করে আপনারা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন।

আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

আপনি যদি bsk recruitment 2021 apply online করতে যাচ্ছেন তাহলে নির্দিষ্ট ডকুমেন্টগুলি হাতের কাছে থাকা দরকার। আপনারা জানেন অনলাইনে আবেদন করার আগে আপনাদের হাতের কাছে যদি ওই সব ডকুমেন্ট না থাকে আপনাদের কিন্তু আবেদন করতে অনেকটা অসুবিধা হবে। নিচের নিম্নলিখিত তালিকা থেকে দেখে নিতে পারেন  আপনাদের কি কি ডকুমেন্ট গুলো লাগবে।

• কালার পাসপোট সাইজ ফটো

• আধার কার্ড 

• ভোটার কার্ড

• কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট 

• জন্মের সার্টিফিকেট

• কাস্ট সার্টিফিকেট ( শুধুমাত্র ST, SC, OBC দের জন্য)

• আবেদনকারীর সিগনেচার 

• আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

উপরের দেওয়ান ডকুমেন্টগুলি আপনারা অবশ্যই স্ক্যান করে আপনার মোবাইল কিংবা কম্পিউটার মধ্যে রাখিবে এবং এই প্রত্যেকটি ডকুমেন্টের স্ক্যান 50kb ভিতর হতে হবে।

আপনার যদি স্ক্যানার না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে যেকোনো একটি স্ক্যানার অ্যাপ ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন এবং স্ক্যানার কপিগুলো jpg এবং png ফরমেটে হতে হবে।

বাংলা সহায়তা কেন্দ্রের আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি?

শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনি যদি bangla sahayata kendra recruitment হতে চান তাহলে নিচে নিম্নলিখিত কাইটেরিয়া গুলি আপনার মধ্যে থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি bangla sahayata kendra apply online করতে পারেন।

• আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

• আবেদনকারী কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস বোর্ড সার্টিফিকেট থাকতে হবে।

• আপনার স্থানীয় কোন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে reputed training সেন্টারের সার্টিফিকেট লাগবে।

• আবেদনকারীর বয়স কমপক্ষে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। (আগামী 31/7/2021 পর্যন্ত)

 • যদি আবেদনকারী SC, ST, OBC  সম্প্রদায় হয় তাহলে বয়সের সীমা 18 থেকে 43 বছর পর্যন্ত  আবেদন করতে পারে।

এইসব রিকোয়ারমেন্ট গুলো আপনার যদি থেকে থাকে তাহলে আগামী 8/8/2021  পর্যন্ত আবেদন করতে পারবেন।

বাংলা সহায়তা কেন্দ্র আবেদন কিভাবে করবেন?

আপনি খুব সহজে নিজের মোবাইল থেকে bangla sahayata kendra apply করতে পারবেন। নিম্নলিখিত পয়েন্টগুলি ফলো করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন।

• প্রথমে আপনার মোবাইল ও কম্পিউটারের যেকোন ব্রাউজারে টাইপ করুন wbbsk .in এবং সার্চ দিন। আপনার সামনে বাংলা সহায়তা কেন্দ্র অনলাইন আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে।

• একটু নিচের দিকে কল করে এলে দেখতে পাবে  APPLY NOW এই অপশনটি এবং এই অপশনে ক্লিক করুন। আপনার সামনে নিচে দেওয়া অ্যাপ্লিকেশন  ফর্ম ওপেন হয়ে যাবে।

• প্রথমে আপনি POST INFORMATION আপনার জেলায়  স্থানীয় তিনটি ব্লকের নাম বেছে নেবেন, এর জন্য আপনি আপনার জেলা, block1,block2, block3 বেছে নিন।

bsk recruitment 2021

• মোবাইল থেকে যদি করছেন তাহলে আপনার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচারে করা স্ক্যান একটা একটা করে jpg ফরমেটে আপলোড করুন।

• আবেদনকারীর BASIC INFORMATION পূরণ করবেন এবং এর জন্য আপনাকে আবেদনকারীর নাম, বাবার নাম, জন্মের তারিখ, ব্লাড গ্রুপ বেছে নেবেন, ধর্ম বেছে নেবেন, আপনার কাস্ট বেছে নেবেন, আপনি বিবাহিত না অবিবাহিতা বেছে নেবেন এবং আপনি পুরুষ না মহিলা সেটা বেছে নেওয়ার পর নিচের দিকে আবার আসবেন।

• এখানে দেখতে পাবেন আপনি যদি কাস্টের হন তাহলে আপনি OBC/SC/ST সার্টিফিকেট স্ক্যান করে jpg ফরমেট 50kb মধ্যে আপলোড করে দিবেন।

• এরপরে আপনি ADDRESS INFORMATION ভরে নেবেন। এর জন্য আপনাকে প্রথমে গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা, আপনার ব্লগ, গ্রাম পঞ্চায়েত, পিন কোড, email-id, মোবাইল নাম্বার, ইমারজেন্সি কন্টাক্ট নাম্বার, প্যান কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বার, ভোটের কার্ডের নাম্বার, এই সবগুলো অপশন ফাঁকা বক্সের মধ্যে ফিলাপ করে দিবেন।

• এরপরে আবেদনকারীর ACADEMIC QUALIFICATIONS [SCHOOL/ PRE - DEGREE LEVEL] ঠিক পূরণ করতে হবে। এর জন্য আপনি প্রথমে ঘরটিতে কোন ক্লাসে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, দ্বিতীয় ঘরে কোন ইউনিভার্সিটি তে বোর্ড হয়েছিল, কোন বছরে আমি পাশ করেছেন তার তারিখ দেবেন, তারপরের ঘরটিতে ক্লাস ডিভিশন দেবেন, তার পরের ঘরে কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন এবং শেষে কোন স্কুলে পড়াশোনা করেছেন সেটা দেবেন।











• আবেদনকারীর LATEST TECHNICAL QUALIFICATION ঘরগুলোতে  ঠিকঠাকভাবে আপনারা বসিয়ে নিন।

• আবেদনকারীর কাজ করার অভিজ্ঞতা কত বছর হয়েছে সেটা অবশ্য আপনারা সেট করে নিন.

• আবেদনকারী LANGUAGE KNOWN বা কোন ভাষায় লেখা এবং কোন ভাষায় কথা বলতে পারবে সেটা আমরা ফাঁকা ঘর গুলিতে বেছে নিতে পারেন।

• আবেদনকারীর নিম্নলিখিত ডকুমেন্টগুলি আপলোড করে দিবেন এবং আপলোড ফাইলগুলো আপনারা স্ক্যান করে 50kb মধ্যে রেখে আপলোড করবেন।

1. Date Of Birth Proof স্ক্যান কপি 50kb

2. Last Academic Qualification স্ক্যান কপি 50kb

3. Computer Training Certificate স্ক্যান কপি 50kb

4. Photocopies of Aadhaar Card স্ক্যান কপি 50kb

5. Experience Certificate স্ক্যান কপি 50kb

6. Photocopies of Voter Card স্ক্যান কপি 50kb

এইসব ডকুমেন্টগুলো আপনারা আপলোড করার পর নিচের দিকে আসবে।

•  I have read and agree to the declaration এই অপশনটির ফাঁকা ঘরে টিক মার্ক দিবেন এবং নিচে সাবমিট এ ক্লিক করবেন।

এইভাবে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন wbbsk ওয়েবসাইটটিতে।

বাংলা সহায়তা কেন্দ্র সেলারি কত?

আপনারা হয়তো বাংলা সহায়তা কেন্দ্র চাকরি পাওয়ার জন্য আবেদন করে ফেলেছেন। অনেকে হয়তো জানিনা bangla sahayata kendra salary কত হতে পারে? অনেক ইউটিউবার এবং অনেক ওয়েবসাইডে এই চাকরির জন্য মাসে 13 হাজার টাকা করে দেওয়া হবে। আমাদের ওয়েবসাইট এই বিষয়ের জন্য অফিশিয়াল ভাবে অনেক দেখে কিন্তু এর সঠিকউত্তর পাইনি। আশা করা যাচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র মাসি 10 থেকে কুড়ি হাজার টাকার মধ্যে হতে পারে। কিছুদিনের মধ্যে  আমরা এর সঠিক  উত্তরটি এই পেজে আপলোড করে দেবো  আপনার দেখে নিতে পারেন। 

আপনি জানতে পারলেন বাংলা সহায়তা কেন্দ্র আবেদন করতে কি কি  তথ্যগুলি লাগে। bangla sahayata kendra recruitment এবং bangla sahayata kendra apply করার জন্য প্রয়োজনীয় তথ্য, রোজগার, কোন ওয়েবসাইটে অনলাইন আবেদন করবেন। আসা করি কিছু তথ্য সাহায্য করতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে shear করবেন। 

Previous
Next Post »