আপনি কি নতুন স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করতে চান বা swasthya sathi form পূরণ করে জমা দিয়েছিলেন এখনো পর্যন্ত ফটো তোলা হয় নি? আজকে আমরা আলোচনা করব "swasthya sathi status" check কিভাবে করবেন, swasthya sathi number নতুন কার্ড আবেদন পদ্ধতি, কোথায় করবেন আবেদন, ফর্ম কোথায় পাবেন সম্পূর্ণ তথ্য এই আর্টিকেলের মধ্যে আলোচনা করব।
বর্তমান খুব দরকারী তথ্য হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। কোন মানুষ অসুস্থ হলে বা কোন সার্জারি করতে গেলে অনেক টাকা খরচা করতে হয়। আপনার যদি স্বাস্থ্য সাথীর কার্ড থাকে খরচ ছাড়া আপনি যে কোনো অসুখ বা সার্জারি সম্পূর্ণ ফ্রিতে করাতে পারবে। বর্তমান লক্ষীর প্রকল্পে স্বাস্থ্য সাথী কার্ড একটা জরুরী তথ্য হয়ে দাঁড়িয়েছে। swasthya sathi urn number ছাড়া আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পের লাভ পেতে গেলে আপনাকে অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ড বানাতে হবে।
স্বাস্থ্য সাথী কি বা কাকে বলে?
যে কার্ডের মাধ্যমে আপনি যেকোনো হসপিটালের সার্জারি কিংবা অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন swasthya sathi card বলে। এই কার্ড সাধারণত ইলেকট্রনিক যন্ত্র দ্বারা চালিত ব্যাংক এটিএম কার্ড মত হয়। এর সিম কার্ড সিস্টেমের মধ্যে আপনার সম্পূর্ণ ডাটা স্টোর করা থাকে। মাধ্যমিক পশ্চিমবঙ্গের কোন হসপিটালে মার নার্সিংহোমে আপনি বিনে পয়সায় যেকোনো সার্জারি অপারেশন করাতে পারবেন।
swasthya sathi card আবেদন পদ্ধতি?
আপনি যদি new swasthya sathi card আবেদন করতে চান তাহলে যেকোনো দুয়ারে সরকার কেন্দ্রে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা স্থানিয় দুয়ারে সরকার কেন্দ্রে যান এবং দুয়ারে সরকার কেন্দ্রে রেজিস্ট্রেশন অফিসারের কাছে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করান। রেজিস্ট্রেশন করানোর পর আপনাকে একটি ফর্ম দিবে,পূরণ করে নির্দিষ্ট ক্যাম্পে জমা করে দিন। এইভাবে কিন্তু swasthya sathi card আবেদন করা যায়।
👉অটল পেনশন যোজনায় 1 থেকে 5 হাজার টাকা পেতে ক্লিক করে আবেদন করুন 👈
swasthya sathi form fillup করার পদ্ধতি?
প্রথমে আপনি আপনার স্থানীয় দুয়ারের সরকার কেন্দ্রে যাবেন এবং রেজিস্ট্রেশন অফিসারের কাছ থেকে গিয়ে সিরিয়াল নাম্বার বা রেজিস্টার নাম্বার টি সংগ্রহ করবেন, তার সঙ্গে ফরম সংগ্রহ করে আনবেন।
- ফ্রম টির উপরের দিকে Applications no নাম্বারের গায়ের তিনটি বক্স রয়েছে, ক্যাম্পের নাম দুয়ারে সরকার, সিরিয়াল বা রেজিস্ট্রেশন নাম্বার ও জমা দেওয়ার তারিখ বসাবেন।
- ফর্ম এর ডান দিকে জেলা, ব্লক বা মুন্সিপার্টি, গ্রাম পঞ্চায়েত, গ্রাম বা ওয়ার্ড বসাবেন।
- তার নিচে একটি ফাকা বক্সে বর্তমান আপনার ঠিকানাটা দেবেন। যদি আপনি কোন সরকারি চাকরি করে থাকেন তার তথ্যটি দেবেন।
- সম্পত্তির বাম সাইটের কনে minority status: yes অথবা no দিবেন। এটা নিচে কাস্ট sc/sc/obc যদি হয়ে থাকেন yes দিবেন এবং না হলে নো দেবেন। আপনি যদি সরকারি চাকরি করে থাকে yes দেবে, এবং আপনার ক্যাটাগরি টি বেছে নেবেন।
- এর নিচে ফাঁকা ঘরে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম এবং আবেদনকারীর বাবার নাম।
- এর নিচে দেখুন আপনার বাড়ির কোন সদস্য যদি সরকারের দ্বারা হেল্থ ইন্সুরেন্স থাকে তাহলে yes বা no দিবেন।
- যদি আপনার বাড়ির কোন সদস্য স্বাস্থ্য সাথী আওতায় রয়েছে তাহলে yes করবেন না থাকলে no তে টিক দিবেন।
- এর পর বড় ফাঁকা ঘরে SL no, Member name, লিঙ্গ, Relation, Mobile no, রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার আপনার পরিবারের সমস্ত সদস্য এক এক করে সম্পূর্ণ তথ্য দিবেন।
- বাম দিকে নিচে আবেদনকারীর সহি দিবেন।
- বাকি ঘরে ক্যাম্প অফিসের দ্বারা পুরন হবে।
swasthya sathi card এর জন্য কি ডকুমেন্ট লাগবে?
নতুন স্বাস্থ্য সাথী কার্ড আবেদন ফর্ম জমা করার সময় পরিবারের যতজন ব্যক্তির নামের লিস্ট দিয়েছেন সেই ব্যক্তিদের নিচের নিম্নলিখিত ডকুমেন্টগুলি ফর্ম এর সঙ্গে জমা দিতে হইবে।
- আধার কার্ড
- ভোটার কার্ড
- খাদ্য সাথী বা রেশন কার্ড
- মোবাইল নাম্বার
swasthya sathi status check কিভাবে করবেন?
যদি আপনি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করেছেন বা আপনার স্বাস্থ্য সাথী কার্ড চলে এসেছে এর স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজে? স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না এবং আপনি খুব সহজে আপনার মোবাইল থেকে করতে পারবেন। swasthya sathi status চেক করার জন্য নিচের নিম্নলিখিত তথ্য গুলো জেনে নিন।
- যেকোন ব্রাউজারে টাইপ করুন swasthya sathi
- সার্চ রেজাল্টের প্রথম লিঙ্কে ক্লিক করুন
- নতুন উইন্ডো তে ডান দিকের তিন লাইনে ক্লিক করুন
- Find Your Name ক্লিক করুন
- নতুন পেজ তে মোবাইল নাম্বার
- Find Name For তে সিলেক্ট করুন yourself
- Submit এ গিয়ে ক্লিক করুন
- নতুন পেজ state - select করুন
- District name - select করুন
- Select by - select এ ক্লিক করে আধার নাম্বার করুন
- Block/Municipality - select করবেন
- Block হলে ব্লকের নাম select করুন
- Select GP তে ক্লিক করে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন
- Village Name : select তে ক্লিক করে গ্রামের নাম বাছুন।
- Aadhaar no পাশের বক্সে আধার কার্ড নাম্বার দিন
- নিচে submit তে ক্লিক করুন
submit তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সাস্থ সাথী কার্ড সমস্ত পরিবার নাম নথিভুক্ত আছে কিনা দেখতে পাবেন। আপনি swasthya sathi urn number দিয়ে লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। swasthya sathi status চেক করলে urn number
আশা করি আপনারা নতুন স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করতে বা swasthya sathi form পূরণ করে জমা, এখনো পর্যন্ত ফটো তোলা হয় নি এবং আজকে আমরা আলোচনা করলাম swasthya sathi status check কিভাবে করবেন,swasthya sathi card নতুন কার্ড আবেদন পদ্ধতি, কোথায় করবেন আবেদন, ফর্ম কোথায় পাবেন সম্পূর্ণ তথ্য এই আর্টিকেলের মধ্যে আলোচনা করা হয়েছে। আশাকরি ভালো লাগছে, যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন। আর্টিকেল পড়ার জন্য ধন্যবাদ।
12 মন্তব্য(গুলি)
Click here for মন্তব্য(গুলি)সাস্থ্য সাথী কার্ড করতে চাই
ReplySastha Sathi Card Apply
ReplyAmiSwasthya Sathi Card er apply korachi kintu URN no Asani
ReplyChek
ReplyCheck
Replyস্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছি।কিন্তু ইউ আর এন নম্বর পায়নি।মো:-৮৫৮৩০৯৭৬৮৮।
Replyআমি দুই বার সাশথ্যসাথী কাড করেছি কিন্তু একবার আসেনি।দয়া করে আপসে তার ব্যাবসথা করে দিন
Replyকেউ যদি স্বাস্থ সাথী টেটাস চেক করার জন্য telegrams channel joent hoyejane
ReplyTyyuio
ReplyTanusri ghosh
ReplyApply kore hoy ni
Replyআমার কার্ড হয়নি
ReplyConversionConversion EmoticonEmoticon