আপনার যদি কাঁচা বাড়ি তাহলে নতুন বাংলা আবাস যোজনা আবেদন করতে পারেন বা bangla awas yojana New list 2022 নাম নথিভুক্ত করার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজন নতুন আবেদন করবেন কিভাবে, কোথায় যেতে হবে, কতজনকে এর আওতায় আনা হবে, সমস্ত রকম তথ্য আলোচনা করব।
আপনারা নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে কুড়ি লক্ষ পরিবার বাংলা আবাস যোজনা নতুন লিস্ট তৈরি করা হবে। যার মাধ্যমে গরিব জাতি, উপজাতি এবং সাধারণ কাস্টের পরিবারের এই আওতায় আনা হবে বলে ঘোষণা করেন। যেটা শুরু করা হবে bangla awas yojana 2022-23 সালে। আপনার খুব সহজে বাংলা আবাস যোজনা আবেদন করতে পারেন আপনার স্থানীয় দুয়ারে সরকার কেন্দ্রে।
bangla awas yojana list কবে তৈরি হবে?
নতুন বাংলা আবাস যোজনা লিস্ট তৈরি করা হবে এই বছরের শেষের দিকে অর্থাৎ 2021 এর শেষের দিকে। বর্তমান আগের লিস্ট অনুযায়ী কিছুদিনের মধ্যে কাজ শুরু হওয়ার প্রসেসিং চলছে। পুরনো আবাস যোজনার লিস্ট অনেক জায়গায় প্রকাশিত হয়ে গেছে এবং লিস্ট অনুযায়ী কাজ চলছে।
বাংলা আবাস যোজনা জন্য কোথায় যোগাযোগ করবেন?
আমাদের পশ্চিমবঙ্গে অনেক গরীব পরিবার হয়েছে যারা bangla awas yojana new আবেদন করার জন্য সম্পূর্ণ প্রসেস কোথায় যোগাযোগ করতে হবে অনেকে জানেন না। আপনার যদি কাঁচা বাড়ি এবং যে কোন কাস্টের হয়ে থাকেন তাহলে খুব সহজে আপনি যোগাযোগ করতে পারেন পারেন।
আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন যে আপনার এলাকায় কবে বাংলা আবাস যোজনা নতুন নামের লিস্ট কবে তৈরি হবে। এর থেকে আপনারা তৈরি থাকতে পারেন পরবর্তী নতুন করে আবেদন করার জন্য।
bangla awas yojana new কারা আবেদন করতে পারবে?
বাংলা আবাস যোজনা নতুন আবেদন কারা করতে পারবেন তার সম্পূর্ণ তথ্য নিম্নলিখিত পয়েন্টগুলি দেখে নিন।
- কাঁচা বাড়ি যুক্ত সমস্ত পরিবার এই যোজনা আবেদন করতে পারবেন।
- ST/SC , OBC ও জেনারেল কাস্টে যেকোনো পরিবার বাংলা আবাস আবেদন করতে পারবেন?
- আবেদনকারীদের এই যোগ্যতা দরকার যেটা মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন গত 1/9/2021 তারিখে।
bangla awas yojana list published কবে হবে?
যদি আপনারা ঘরের জন্য আবেদন করেন আপনার জেনে রাখা ভালো নতুন বাংলা আবাস যোজনা লিস্ট প্রকাশ 2022 এর মাঝামাঝি সময় প্রকাশ হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে লিস্টি প্রকাশ হয়েছে বা কোথাও হতে চলেছে এই লিস্ট অনুযায়ী কাজ শুরু হবে এই বছরের শেষের দিকে। এরপরই নতুন আবেদন শুরু হবে এবং লিস্ট বেরোতে বেরোতে 2022 এর মাঝামাঝি হতে পারে বলে আশা করা যায়।
bangla awas yojana new list প্রয়োজনীয় তথ্য?
নতুন আবেদনের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য আছে যেগুলো আপনাকে সাবমিট করতে হবে আবেদন করার সময়। নিচের নিম্নলিখিত প্রয়োজনীয় আবাস যোজনার তথ্য গুলির সংগ্রহ করে রাখবেন।
- সাম্প্রতিক বাস্তুর পর্চা নিজের নামে করে রাখবেন এবং জায়গার পরিমাপ সাড়ে 300 থেকে 400 স্কয়ার ফিট এর মধ্যে হতে হবে।
- আবেদনকারীর নিজের নামে জব কার্ড তৈরি করে রাখবেন।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা স্বরূপ আধার কার্ড ভোটার কার্ড এর ডকুমেন্টগুলি একত্রে রাখিবে।
- রেফারেন্স সার্টিফিকেট সংগ্রহ করে রাখবেন এবং এই সার্টিফিকেট পেয়ে যাবেন আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে।
বাংলা আবাস যোজনা কি থাকলে আবেদন করতে পারবেনা?
- আবেদনকারীর কাঁচা বাড়ি থাকতে হবে ।
- সরকারি চাকরিজীবী বা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে না।
- প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি না ঘর পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন।
- তপশিলি জাতি উপজাতি এবং সাধারন কাস্ট পরিবারগুলো আবেদন করতে পারবেন।
- আপনার পরিবারের অন্য কেউ যদি বাংলা আবাস যোজনা ঘর পেয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে না।
- আপনার বাড়িতে ডিজেল কিংবা পেট্রোল চালিত চারচাকা বাহন থাকলে আবেদন করিতে পারবেনা।
যদি আপনার এই সব তথ্যের মধ্যে কোন কিছু থেকে থাকে তাহলে আপনি কিন্তু বাংলা আবাস যোজনা নতুন করে আবেদন করতে পারবে না।
বাংলা আবাস যোজনা আবেদন বা bangla awas yojana new list এ নাম নথিভুক্ত ঘোষণা কোথায় আমরা আজকে আলোচনা করলাম এবং বাংলা আবাস যোজন নাম রেজিস্ট্রেশন করবেন কিভাবে, কোথায় যেতে হবে, কতজনকে এর আওতায় আনা হবে, সমস্ত রকম তথ্য আলোচনা করলাম। আপনার যদি কোন প্রশ্ন থাকে এখানে ক্লিক করে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার প্রশ্ন জানতে পারেন।
6 মন্তব্য(গুলি)
Click here for মন্তব্য(গুলি)8016782576
Replyমহাশয় বিনীতনিবেদন এইযেআমিসন ত
Replyআমার টালির বাড়ী এবংএসি কাষ্ট সম্পদায়ভুক্ততবু আমাকে কোন সরকারি অনুদান দেয়নাই
Replyআমার
Replyআমি একটা ঘর চাই
ReplyKharulsk আমার বারি চাই 9091440181
ReplyConversionConversion EmoticonEmoticon