আপনি কি রেশন কার্ড অনলাইন আবেদন করেছিলেন বা "wbpds application status 2022" চেক করতে চাইছেন? আজকে আমরা দেখবো মোবাইলের মাধ্যমে কিভাবে Ration card application status 2022 করা যায় এক ক্লিকে এই আর্টিকেল এর মাধ্যমে শিখবো।
পশ্চিমবঙ্গের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোট বাচ্চাদের রেশন কার্ডের প্রচুর সমস্যা। আবেদন করার পরও বাড়িতে আচ্ছেনা রেশন কার্ড। এর জন্য চেষ্টা করে আবেদনকারীরা মোবাইল দিয়ে Ration card application status দেখার জন্য এবং e ration card check করার জন্য। পশ্চিমবঙ্গ wbfood gov in কিভাবে আপনারা সবকিছু মোবাইল দিয়ে করবেন দেখানোর চেষ্টা করবো।
রেশন কার্ড টেটাস চেক কিভাবে করবেন?
যদি আপনারা অনলাইন wbpds application status Check করতে চাইছেন তাহলে আপনাকে নিচের স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন।
Step 1 আমার মোবাইল থেকে গুগলে সার্চ করুন wb food gov in এই ওয়েবসাইটটি এবং সার্চ রেজাল্টের প্রথম লিঙ্কে ক্লিক করে এর অফিশিয়াল ওয়েবসাইটে যাবে।
Step 2 আপনার মোবাইলের ডান সাইটের উপরের কনে 3 dot ক্লিক করে ডেস্কটপ সাইট করুন।
Step 3 বাম সাইডে নিচে দেখি Inquiry অপশনটিতে ক্লিক করলে নতুন কয়েকটি অপশন খুলবে।
Step 4 নতুন অপশন গুলির মধ্যে Check Ration Card Application Status অপশনটি ক্লিক করুন।
Step 5 নতুন একটি পেজ ওপেন হবে সেখানে আপনার রেশন কার্ড আবেদনের ফর্ম টাইপ, Enter Full 16/10 Digit Application Number বা আপনার ফোন নাম্বার দিন।
Step 6 নিচে ঠিকঠাক ভাবে ক্যাপচা ভরে Search অপশনটিতে ক্লিক করুন।
Step 7 আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের রেশন কার্ড সমস্ত তথ্য চলে আসবে।
নতুন রেশন কার্ডে, ভুল সংশোধন, স্থান পরিবর্তন, আপনার কার্ডে কোন পর্যায়ে রয়েছে সমস্ত তথ্য একই প্রসেসর মাধ্যমে দেখতে পাবে এবং এপ্রুভ হয়েছে কিনা সবকিছু দেখতে পাবেন।
ই রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন?
আপনি যদি e ration card download করতে চান তাহলে রেশন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন কি করে রেশন কার্ড ডাউনলোড করতে হয়। এছাড়া wb food gov in এই ওয়েবসাইট থেকেও আপনারা খুব সহজে রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। আপনারা এই লিংকে ক্লিক করুন সোজা রেশন কার্ড ডাউনলোড করতে পারেন।
রেশন কার্ড আধার লিংক টেটাস চেক?
পশ্চিমবঙ্গে এখনো অনেক মানুষ রয়েছে যাদের রেশন কার্ড আধার লিঙ্ক এখনো হয়নি। যদি আপনি চেক করতে চান আপনার রেশন কার্ডটি আধার লিঙ্ক আছে কিনা তাহলে আপনি খুব সহজে করতে পারেন। আপনার মোবাইল দিয়ে Aadhaar Linking Status check খুব সহজ পদ্ধতি দেখাব। নিচের স্টেপগুলো ভালো করে দেখে নিন আপনার রেশন কার্ড আধার লিঙ্ক আছে কিনা।
আপনার মোবাইল থেকে যেকোন ব্রাউজারে গিয়ে টাইপ করুন wbfood gov in এবং সার্চ দিন।
সার্চ রেজাল্টের ওয়েবসাইটের প্রথম লিংকটি ওপেন করে এবং ডান সাইডে থ্রি ডট ক্লিক করে ওয়েবসাইট ডেস্কটপ সাইট করে নিন।
নিচের দিকে inquiry অপশন টি ক্লিক করুন এবং আরেকটি মেনু ওপেন হবে এখানে check Aadhaar Linking Status অপশনটিতে ক্লিক করুন।
আপনার রেশন কার্ডের নাম্বার এবং কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে check status ক্লিক করুন।
আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে এখান থেকে জানতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যোগ আছে কিনা।
নিচের লিংকগুলো দেওয়ার হয়েছে এখান থেকে সোজা যেকোনো বিষয়ে চেক করতে পারেন ।
👉 রেশন কার্ড স্ট্যাটাস চেক 2022
👉 রেশন কার্ড আধার লিংক টেটাস চেক
আশাকরি জানতে পারলেন রেশন কার্ড অনলাইন চেক বা wbpds application status 2022 চেক পদ্ধতি এবং আজকে আমরা দেখলাম মোবাইলের মাধ্যমে কিভাবে Ration card application status 2022 করা যায় এক ক্লিকে এই আর্টিকেল এর মাধ্যমে শিখতে পারলাম।
ConversionConversion EmoticonEmoticon