আপনি কি উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন নেওয়ার জন্য আবেদন করেছেন বা উজ্জ্বলা যোজনা নামের লিস্ট দেখতে চাই? আপনার নামে যদি গ্যাসের কানেকশন থাকে তাহলে "pradhan mantri ujjwala yojana name list" চেক করার পদ্ধতি এই আর্টিকেল এর মধ্যে আলোচনা করব এবং খুব সহজেই দেখতে পাবেন।
ভারতের গরিব ও মধ্যবিত্ত পরিবার যারা গ্যাসের কানেকশনের জন্য অনেক টাকা ব্যয় করতে পারছে না এবং মহিলাদের কথা ভেবে প্রধানমন্ত্রী একটি নতুন স্কিম চালু করেছে pradhan mantri ujjwala yojana 2.0। আপনি যদি এই যোজোনয় নাম নথিভূক্ত করে থাকেন বা আপনার নামে গ্যাসের কানেকশন থাকে এর লিস্ট খুব সহজে দেখতে পাবে।
আপনার পরিবারে হয়তো গ্যাসের কানেকশন আছে কিন্তু আপনি জানেন না তাহলে এই লিষ্টের মাধ্যমে জানতে পারবেন এবং যেকোনো LPG এজেন্ট মাধ্যমে কানেকশনটা সংগ্রহ করতে পারবে।
উজ্জ্বলা যোজনা লিস্ট কিভাবে দেখবে?
আপনি যদি উজালা যোজনা নামের তালিকা দেখতে চান তাহলে আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে দেখতে পাবেন ujjwala yojana 2.0 লিস্ট। আসুন দেখে নেওয়া যাক pm ujjwala yojana list check করা যাক। নিচের নিম্নলিখিত স্টেপ গুলি করে pmuy লিস্ট চেক করুন।
- প্রথমে ডিস্টার্ব করার জন্য এই আর্টিকেলের নিচে লিংক রয়েছে ওখানে ক্লিক করুন এবং এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হবে।
- Selection Filters অপশন এর নিচের All States এ ক্লিক করে আপনার রাজ্য বেছে নিন।
- Select এ ক্লিক করে আপনি আপনার জেলা বেছে নিন।
- এবার Select অপশন এ ক্লিক করে আপনি আপনার ব্লক কিংবা পৌরনিগম সিলেক্ট করুন।
- পরবর্তী অপসান Select এ ক্লিক করে গ্রাম পঞ্চায়েত কিন্তু পৌরসভা সিলেক্ট করুন।
- এরপর নিচের দিকে জোগ, বিয়োগ ক্যাপচার ঠিকঠাক ভাবে নিজের ঘরে বসিয়ে submit বাটনে ক্লিক করুন।
- কয়েক সেকেন্ড পর নিচের দিকে আপনার এলাকার সমস্ত মানুষের উজ্জ্বলা যোজনা লিস্ট চলে আসবে। এখান থেকে দেখে নিতে পারেন pm ujjwala yojana list খুব সহজে।
উজ্জ্বলা যোজনা অনলাইন আবেদন?
আপনি যদি pm ujjwala yojana Online apply করতে চান তাহলে খুব সহজে আপনার মোবাইল থেকে করতে পারেন। অনলাইন আবেদন করার জন্য নিচের দেওয়া প্রসেস গুলো ফলো করে উজ্জ্বলা গ্যাস এর জন্য আবেদন করতে পারেন।
- আপনার মোবাইল থেকে গুগোল কিংবা কোন ব্রাউজারে টাইপ করুনmylpg এবং লিখে সার্চ দিন।
- সার্চ রেজাল্টের প্রথম এর ওয়েবসাইটের লিঙ্ক এ ক্লিক করুন।
- আপনার মোবাইলে নতুন উইন্ডো ওপেন হবে এবং ভারত গ্যাস, এইচ পি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস তিনটি সিলিন্ডার পছন্দ কানেকশন গ্যাসের ছবি দেখতে লাইক করুন।
- নতুন পেজের মধ্যে অনেকগুলো অপশন আছে এরমধ্যে Register for LPG connection অপশনটি ক্লিক করুন।
- এরপর Ujjwala Beneficiary Connection অপশন ক্লিক করে I accept above declaration ক্লিক করুন এবং আপনার রাজ্য, জেলা, আপনার স্থানীয় ডিলার বেছে নিয়ে next বাটনে ক্লিক করুন।
পরবর্তীতে পেজ ওপেন হলে আপনার সামনে একটি ফরম ওপেন হয়ে যাবে। এ ফরমটি যথাযথভাবে পূরণ করে নিচের সাবমিট বাটনে ক্লিক করুন।
উজ্জ্বলা যোজনা অনলাইন আবেদন ডকুমেন্ট
উজলা যোজনা নাম না থাকতো যদি অনলাইন করছেন তাহলে কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখে নিন কি কি তথ্য লাগবে।
- আধার কার্ড দুই সাইডের ছবি (300kb মধ্যে)
- এড্রেস প্রুফ (300kb মধ্যে)
- রেশন কার্ড (300kb মধ্যে)
- পাসপোর্ট সাইজ ফটো (50kb মধ্যে)
এই ডকুমেন্ট স্ক্যান এবং সাইজ দেওয়ার রয়েছে এগুলো আপনাকে আপলোড করতে হবে।
উজ্জ্বলা যোজনাঅনলাইন আবেদন স্ট্যাটাস চেক?
আপনি যদি pradhan mantri ujjwala yojana online apply করে ফেলেছেন এবং এদের টেটাস দেখতে চাইছেন তাহলে খুব সহজে করতে পারেন আপনার মোবাইল দিয়ে। অনলাইন আবেদন করার মত প্রসেস ফলো করুন এবং Register for LPG connection ক্লিক করবেন। এরপর বাম সাইডে statues check অপশন টি ক্লিক করে আপনি খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারেন।
আশা করি উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন নেওয়ার জন্য আবেদন করে থাকলে বা উজ্জ্বলা যোজনা নামের লিস্ট দেখার সহজ পদ্ধতি জানতে পারলেন। আপনার নামে যদি গ্যাসের কানেকশন থাকে তাহলে pradhan mantri ujjwala yojana name list চেক করার পদ্ধতি এই আর্টিকেল এর মধ্যে আলোচনা করেছি। নিচের লিংকে ক্লিক করে সোজা আপনি এর শর্টকাট ভাবে উজ্জ্বলা যোজনা সম্পূর্ণ কাজটি করতে পারবেন।
👉 pradhan mantri ujjwala yojana name list
👉 pradhan mantri ujjwala yojana online apply
👉 ujjwala yojana statues check
2 মন্তব্য(গুলি)
Click here for মন্তব্য(গুলি)No more live link in this comments field
Replyআমি জেসমিন খাতুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস পাইনি ডকুমেন্ট জমা দেয়া আছে
ReplyConversionConversion EmoticonEmoticon