দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচি 2022 | benefits of duyare sarkar camp list

 যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচি 2022 জানতে বা এর সুবিধা গুলো কি কি পাবেন জানতে চান? আজকে আপনি জানতে পারবেন "benefits of duyare sarkar camp" এবং duyare sarkar camp prakalpa list কি কি রয়েছে সমস্ত বিষয়ে জানতে পারবে।

তৃতীয়বারের মতো ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে দুয়ারে সরকার কর্মসূচি এবং এই কর্মসূচি চলবে মার্চ মাস পর্যন্ত চলবে। আপনি যদি duyare sarkar camp থেকে কোন কিছু prokalpa জন্য আবেদন করতে চান তাহলে আপনার স্থানীয় দুয়ারের সরকার কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন।

কাস্ট সার্টিফিকেট থেকে কৃষক বন্ধু প্রকল্প মত সরাসরি 18 টি প্রকল্পে সরাসরিভাবে আবেদন করতে পারেন। আপনার যদি কোন প্রকল্পে জন্য আবেদন করতে চান বা কোন প্রকল্পের কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ জানাতে পারেন।

benefits of duyare sarkar camp 2022

পশ্চিমবঙ্গের যেকোনো ব্যক্তি সরাসরি যে কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং আপনার কোনো অভিযোগ থাকলে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন।

কোন প্রকল্পের নাম নথিভুক্ত কিংবা আবেদন করা সত্ত্বেও আপনি বেনিফিট পাচ্ছেন না তাহলে duyare sarkar camp কমপ্লেন কিংবা আবেদন করতে পারেন।

benefits of duyare sarkar camp list

Image link west Bengal government website 

duyare sarkar benefits Prakalpa list 2022

  • swasthyasathi : নতুন স্বাস্থ্য সাথীর জন্য আবেদন
  • Krisak bandhu : কৃষক বন্ধুর জন্য আবেদন
  • Old age pension scheme : বার্ধক্য ভাতা বিধবা ভাতা জন্য নতুন আবেদন 
  • Job card ( MGNREGS Scheme):  জব কার্ড সম্বন্ধে সব রকম আবেদন  
  • Lakhir bhandar Prakalpa : নতুন করে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন
  • Rupashree Prakalpa : রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন
  • Sikhashree Prakalpa : শিক্ষাশ্রী বেনিফিট পাওয়ার জন্য আবেদন
  • Kanyashree Prakalpa : কন্যাশ্রী প্রকল্পের নতুন নাম নথিভুক্ত
  • Aikyashree Prakalpa : ঐক্যশ্রী প্রকল্প  নতুন আবেদন 
  • Ration card ( new ) : নতুন রেশন কার্ডের জন্য আবেদন এবং রেশন কার্ড ভুল সংশোধন ও ইত্যাদি বিষয়ের জন্য আবেদন।
  • MANABIK Prakalpa : মানবিক প্রকল্প পাওয়ার জন্য আবেদন
  • Caste Certificates apply : কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন
  • Student Credit Card apply : স্টুডেন্ট ক্রেডিট কার্ড জন্য আবেদন
  • Bank Account Opening : যেকোনো ব্যাংকের নতুন একাউন্ট খুলতে পারে
  • Jai Johar and Taposili Bandhu : জয় যোহর এবং তপশিলি বন্ধু প্রকল্পের জন্য নতুন আবেদন
  • Agricultural Land Records Correction : কৃষি জুবিনের রেকর্ড, পর্চা, ভুল সংশোধন ঠিক করার জন্য আবেদন
  • Disability Pension Prakolpo : ডিসেবিলিটি পেনশন প্রকল্প জন্য আবেদন

 বর্তমান দুয়ারে সরকার ক্যাম্প 2022 থেকে এইসব প্রকল্প গুলির আবেদন করতে পারবেন এবং আগে যদি কোনো প্রকল্পে আবেদন করে থাকেন এবং ভুলভাবে আবেদন করেছিলেন সেগুলো ঠিক করার আবেদন করতে পারেন।

duyare sarkar camp list 2022

দুয়ারের সরকার ক্যাম্প লিস্ট যদি আপনারা দেখতে চাইছেন তাহলে আপনি খুব সহজেই দেখতে পারেন নিচের স্টেপগুলো ফলো করে।

গ্রাম অঞ্চলের দিকে আপনি যদি বাস করে থাকেন, তাহলে আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে জেনে নিতে পারেন এবং এছাড়া আপনার স্থানীয় ব্লক অফিসে গিয়ে duyare sarkar camp আপনার এলাকায় কবে হবে জানতে পারেন।

যদি আপনি শহর এলাকায় বাস করেন তাহলে আপনার স্থানীয় মুন্সিপাল  অফিসে গিয়ে যোগাযোগ করুন তাহলে দুয়ারে সরকার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।

আপনি কোন ওয়েবসাইট মাধ্যমে জানতে পারবেন না এবং ঘুরিয়ে-ফিরিয়ে আপনাকে বোকা বানানো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে।

বর্তমান দিনে দুয়ারে সরকার ক্যাম্প সরকারি নির্দেশ অনুযায়ী এর লিস্ট প্রত্যেক এলাকার ব্লক অফিস এবং গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয় এবং মাইকিং করে জনসাধারণকে জানানো হয়।

দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচি 2022 জানতে বা এর সুবিধা গুলো কি কি পাবেন জানতে আশা করি বুঝেছেন। আজকে আপনি জানতে পারলেন benefits of duyare sarkar camp? এবং duyare sarkar camp prakalpa list কি কি রয়েছে সমস্ত বিষয়ে জানতে পেরেছি।


Previous
Next Post »