আপনি কি জানেন খাদ্য সাথী আমার রেশন অনেক মানুষের রেশন পাওয়া থেকে বাদ পড়ে যাচ্ছে বা রেশন কার্ড ভেরিফিকেশন এর ফলে অনেক রেশন কার্ড বাতিল হচ্ছে ? আজকে আপনি জানতে পারবেন khadya sathi amar ration থেকে বাতিল এবং ration card verification ঘুরে কেন করতে হচ্ছে, এর বিষয়ে সমস্ত জানতে পারবেন।
বর্তমান পশ্চিমবঙ্গের গরিব মানুষের রেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই পরিবারগুলোতে। কয়েক মাস ধরে অনেক রেশন কার্ড বাতিলের সমস্যায় পড়েছে গরিব পরিবারগুলো। হঠাৎ করে আপনি যখন রেশন তুলতে যাচ্ছেন আপনার কার্ডটি ব্লক হয়ে গেছে বলে রেশন ডিলার বন্ধ করে দিচ্ছে আপনার রেশন। এতে গরিব পরিবার গুলি ভোগান্তির শিকার হচ্ছে। আপনি এতদিন ধরে প্রতি মাসে যে পরিমাণে রেশন পাচ্ছেন সেটা ফিরে পেতে আপনাকে ছুটতে হচ্ছে খাদ্য দপ্তর অফিসে
খাদ্য সাথী আমার রেশন
গত তিন বছর ধরে শুরু হয়েছিল খাদ্য সাথী আমার রেশন প্রকল্প এবং শুরু করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। মহামারীর কারণে অচল হয়ে ছিল সাধারন মানুষের কর্ম এবং কর্মহীন মানুষ দিন অনে দিন খায় মানুষের রোজকার প্রায় শূন্য তাই khadya sathi amar ration প্রোগ্রামটি চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সম্পূর্ণবিনা খরচায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল। বর্তমান সময়ে এখনো পর্যন্ত এই প্রকল্পটি ধারাবাহিকভাবে চলে এসেছে এবং কতদিন চলবে তার কোন জানা নেই।
ডিজিটাল রেশন কার্ড 2022
যদি আপনি একজন রেশন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন পশ্চিমবঙ্গের দুই ধরনের রেশন কার্ডপেয়ে থাকে সাধারণ মানুষেরা, প্রথমত কেন্দ্র সরকারের ডিজিটাল রেশন কার্ড এবং রাজ্য সরকারের রেশন কার্ড যেটা আমরা RKSY-1, RKSY-2 নামে চিনি। যেসব রেশন গ্রাহকের কাছে ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারা প্রতিমাসে দুই বার করে রেশন পায় এবং রাজ্য সরকার যে কার্ডটি দিয়েছে তার মাধ্যমে মাকে একবার করে রেশন সামগ্রী পায়। ডিজেল রেশন কার্ডে e-kyc এর কারণে বহু রেশন গ্রাহক রেশন তুলতে পারছে না। আপনার রেশন কার্ড কখন ব্লক হয়ে যাবে বা ই কেওয়াইসি ইনভেলিট হয়ে যাবে তা সাধারণ মানুষের জানা নেই।রেশন কার্ড ekyc ফেল হচ্ছে কেন? 👉E kyc সমন্ধে জানতে ক্লিক করুন এখানে 👈
অনেক রেশন গ্রাহকের আধার কার্ড এর নাম বেশিরভাগ সময় আধার কার্ডের যা ছিল সেই ভাবে আপনার বাড়িতে ডিজিটাল রেশন কার্ড কেন্দ্র সরকারের মাধ্যমে এসেছে।আধার কার্ড অনেক মানুষের নামের বানানভুল ছিল, সেই ভুল অটোমেটিক্যালি আধার কার্ডে চলে এসেছে। আধার কার্ডের ভুল সংশোধন প্রায় মানুষ করে ফেলেছে কিন্তু রেশন কার্ডে ভুল সংশোধন করার পরে ও ঠিক হচ্ছিল না অনেক মানুষের। যখন আপনি আধার কার সঙ্গে রেশন কার্ড লিংক করাচ্ছেন তখন ঠিক হয়ে যাচ্ছে কিন্তু পরের দিকে খাদ্য দপ্তর দেখতে পাচ্ছি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের ব্যক্তি অনেকটা নামের মিল নেই। বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড ই কেওয়াইসি ফেল হচ্ছে এই কারণে এবং অনেক ভুয়া রেশন কার্ড, মারা যাওয়া ব্যক্তির রেশন কার্ড কে বাদ দিতে গিয়ে এরকম সমস্যায় পড়তে হচ্ছে যারা অরিজিনাল গ্রাহক।
রেশন কার্ড ভেরিফিকেশন কিভাবে করবে?
যদি আপনি বাড়িতে বসে রেশন কার্ড ই কেওয়াইসি করে রেখেছেন তারা রেশন স্টোর বা রেশন ডিলার এর কাছে গিয়ে বায়োমেট্রিক্স এর মাধ্যমে ঠিক করাতে পারবেন এবং আপনার স্থানীয় খাদ্য দপ্তর অফিসে গিয়ে বায়োমেট্রিক মাধ্যমে রেশন কার্ড ঠিক কোরআন ration card verification যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার রেশন কার্ড ইকেওয়াইসি এক্সপায়ার হবে না।
রেশন কার্ড চেক করা অ্যাপের নাম
যদি আপনি রেশন কার্ড চেক করা অ্যাপ এর নাম খুঁজছেন তাহলে আপনি google play store তে গিয়ে ডাউনলোড করে আপনি আপনার রেশন কার্ড চেক করা অ্যাপ পেয়ে যাবেন। আপনি আপনার স্মার্টফোন গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং সার্চবারে টাইপ করবেন khadya sathi amar ration এই নামটি এবং সার্চ রেজাল্টের প্রথম অ্যাপ ডাউনলোড করে নিন। যদি আপনি অরিজিনাল app চিনতে পারছিনা তাহলে এই লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন
এই অ্যাপটির মাধ্যমে আপনি আমার মোবাইল নাম্বার এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন ( অবশ্য আপনার মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে যোগ থাকা দরকার ) ওটিপির মাধ্যমে এবং সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন এই অ্যাপটির মাধ্যমে। নাম ঠিক করা থেকে শুরু করে যাবতীয় কাজ গুলি করে ফেলতে পারবেন খাদ্য সাথী আমার রেশন অ্যাপের মাধ্যমে।
ConversionConversion EmoticonEmoticon